১০ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বগুড়া শাজাহানপুর উপজেলায় ২ বখাটের ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজা প্রাপ্তরা হলো উপজেলার রহিমাবাদ বিব্লক এলাকার নুরুল ইসলামের ছেলে রিয়াদুল ইসলাম(১৮) এবং একই এলাকার গোলাম রব্বানির ছেলে জুবায়ের (১৭)।
বুধবার বেলা ১১ টায় শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ কামরুজ্জামান এই আদেশ দিয়েছেন।
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ কামরুজ্জামান জানান, উপজেলার একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রীকে বেশ কিছুদিন ধরেই সাজাপ্রাপ্তরা বিভিন্নভাবে ইভটিজিং এবং যৌন হয়রানী করে আসছিল। এমন অভিযোগ পেয়ে থানা পুলিশের সহযোগিতা নিয় বিব্লক এলাকায় অভিযান পরিচালানা করা হয়। এসময় ওই ছাত্রীকে যৌন হয়রানি করার সময় বখাটেদের হাতে নাতে আটক করা হয়। বখাটেরা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাদের ওই স্থানেই প্রত্যেকের ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন