বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে আগামী ৫ জানুয়ারি একই সময়ে বিএনপি ও ছাত্রলীগ এবং বিকেলে একই স্থানে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। তারা কর্মসূচি পালনের অনুমতি চেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের কাছে আবেদন জানিয়েছে। এ নিয়ে আগামী শুক্রবার বরিশাল নগরী উত্তপ্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনের দিনকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল জেলা ও মহানগর বিএনপি অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয় চত্ত্বরে সকাল ১০টায় কালো পতাকা সমাবেশ ও মিছিলের কর্মসূচির ঘোষণা করেছে। অপরদিকে, মহানগর ছাত্রলীগের ব্যানারে ওই দিন সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে ছাত্র সমাবেশ আহ্বান করা হয়েছে। এছাড়া গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে কর্মসূচি পালনের জন্য একই দিন বিকেল ৩টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে সমাবেশ ডেকেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয় চত্ত্বরে সমাবেশ ও কালো পতাকা মিছিল করার অনুমতি চেয়ে গত মঙ্গলবার বিএমপি কমিশনারে কাছে আবেদন করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আজ পর্যন্ত এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, শুক্রবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হলের সামনে জমায়েত হয়ে ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করবে। একই দিন বিকেল ৩টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। উভয় কর্মসূচির জন্য বরিশাল মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। তিনি বলেন, বিএনপি কী করলো তা তাদের দেখার বিষয় নয়। সভার অনুমতির সিদ্ধান্ত দেবে প্রশাসন।
মহানগর ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা মো. মাইনুল ইসলাম বলেন, ৫ জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তারা অশ্বিনী কুমার হলের সামনে সকাল ১০টায় সমাবেশ করবেন। অন্য কোন দল একই সময়ে কোন কর্মসূচির নামে বিশৃংখলা করতে চাইলে ছাত্রলীগ তাদের প্রতিরোধ করবে।
মহানগর পুলিশের মূখপাত্র গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন জানান, ৫ জানুয়ারি নগরীতে কোন রাজনৈতিক দলকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে কী-না এ বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নগর পুলিশ পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, গত বছর (২০১৭) ৫ জানুয়ারি সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্বরে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে তাদের উপর ছাত্রলীগ ও যুবলীগ দফায় দফায় হামলা করে বিএনপির কর্মসূচি ভন্ডুল করে দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার