বরিশালের বানারীপাড়ায় নাম-পরিচয়বিহীন মধ্য বয়সী (৩০) এক রোহিঙ্গা নারীকে আদালতের মাধ্যমে সেভ হোমে পাঠিয়েছে পুলিশ। আজ তাকে সেভ হোমে প্রেরণের নির্দেশ দেন আদালত।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান জানান, গত মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসিন্দা ও দোকানীরা পৌর শহরের রায়েরহাট বাজারে ওই নারীকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই নারীর কাছে তার নাম-পরিচয় জানতে চায়। এ সময় ওই নারীর ভাষা বোধগম্য না হওয়ায় থানা পুলিশ তাকে জেলা পুলিশের বিশেষ শাখায় প্রেরণ করে। সেখানেও তারা তার পরিচয় জানতে না পেরে পুনরায় তাকে বানারীপাড়া থানায় ফেরত পাঠায়। পরে আজ তাকে আদালতের মাধ্যমে সেভ হোমে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার