সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়ন শীপের সেরা খেলোয়াড় গোল্ডেন বুট জয়ী আঁখি খাতুনসহ তার বাবা-মা ও স্কুলের কোচ পারকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুনসুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বিকেলে ড. মযহারুল ইসলাম স্মৃতি পরিষদ উদ্যোগে পৌরশহরের শক্তিপুর নুরজাহান ভবনে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশে ড. মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের সভাপতি আব্দুর জব্বারের সভাপতিত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল খালেক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম আলী ও সংগঠনের সদস্য এ্যাড. মশিউর রহমান ও আসাদ উদ্দিন তুষা। এসময় ড. মযহারুল ইসলামের স্মৃতি পরিষদের পক্ষ থেকে দরিদ্র পরিবারের সন্তান আঁখিকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত সাফ অনুর্ধ-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়ার হয়ে গোল্ডেন বুট লাভ করেন আঁখি খাতুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার