ফেনীর দাগনভুইয়া উপজেলার রামনগর ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় ও যুব সমাজের উদ্যেগে আয়োজিত ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিল মঙ্গলবার স্থানীয় তুলাতুলি বাজার সংলগ্ন ময়দানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
তুলাতুলি শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কারী মোঃ আব্দুল মালেক সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন মহিপাল সিরাজীয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব, হযরত মাওলানা মুহিব্বুল ইসলাম চৌধুরী সাহেব।
মাহফিলে প্রধান ওয়ায়েজীন হিসেবে তাফসীর পেশ করেন আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত সু-মধুর বক্তা, হাফেজ কারী মাওলানা আরিফ বিল্লাহ রাব্বানী। বাদ আসর থেকে শুরু হওয়া মাহফিলে এসময় আরও তাফসির পেশ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন ও হাফেজ মোঃ নুরনবী সাহেব ।
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ