বরিশালে মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অুনষ্ঠানে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে দলীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বুধবার রাত সাড়ে ১০টায় সাবেক মেয়র শওকত হোসেন হিরনের বাসা সংলগ্ন নগরীর নুরিয়া স্কুল মাঠে এ হামলার সময় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের এক অনুসারীকে মারধর, কয়েকটি মোটরসাইকেল এবং চেয়ার ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ অনুসারী ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রইচ উদ্দিন আহমেদ মান্না ও তার সহযোগীদের দায়ি করা হয়েছে। তবে মান্না এ অভিযোগ অস্বিকার করেছেন।
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ