লক্ষ্মীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দলীয় নেতাকর্মীদের মাঝে পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
জেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহরের উত্তর তেহমুনী এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণসহ আলোচনাসভা করার কথা রয়েছে। একইভাবে লক্ষ্মীপুর সরকারি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখা কমিটিসহ জেলাব্যাপী বিভিন্ন ইউনিট নানা আয়োজনে দিবসটি উদযাপন করবেন বলে ছাত্রলীগ সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম