নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু ভরাটকে কেন্দ্র করে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগ্নে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সোনারগাঁয়ের কান্দাপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য মোশারফসহ ৬ জনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁয়ে নুরানী গ্রুপের বালু ভরাটকে কেন্দ্র করে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগ্নে মোহাম্মদ আলীর সাথে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোনারগাঁ থানার ওসি (অপারেশন) আব্দুল জব্বার জানান, বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্ব থেকেই মোহাম্মদ আলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইউপি সদস্য মোশারফসহ ৬ জনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান