ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় পিষ্ট হয়ে নয়ন কুমার ঘোষ ওরফে সাগর (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
সাগর ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র। সদর উপজেলার বোড়াই গ্রামের বিধান চন্দ্র ঘোষ তার বাবা।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাসানুজ্জামান জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে নিকটস্থ প্রতাপপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন সাগর। সকাল ১০টার দিকে বৈডাঙ্গায় আসা মাত্রই একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।
পুলিশ ১১টার দিকে সাগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজীর উদ্দীন অভিযোগ করেন, ইটভাটায় মাটি উঠানোর কারণে সাধুহাটির রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে আছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা