ঝিনাইদহে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সরকারী কেসি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এসে শেষ। পরে সেখানে প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতকর্মীরা।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব