সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমরান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরানের বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ট্রলিতে মালপত্র নিয়ে কাশিমপুর দিয়ে যাচ্ছিলেন ইমরান। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি উল্টে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম