নোয়াখালীতে কেক কেটে এবং ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির মধ্যমে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ছাত্র সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত আদনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান, মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের।
এদিকে বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা শেষে ৭০ পাউন্ডের কেক কাটেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক কায়সার হামিদ রকি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাত, জেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জীবন, শরীফ আক্তার রবিন, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সামছুল হুদা বাপ্পি প্রমুখ।
নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি অসুস্থ ছাত্রলীগ নেতা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য রহমত উল্যাহ ভূঁঞাকে উৎসর্গ করা হয়।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা