হবিগঞ্জের বাহুবলে ট্রাকের চাপায় ইব্রাহিম মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার পুঁটিজুরী বাসপাতা রেস্টুরেন্টের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মিয়া বাহুবল উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে। তিনি এলাকার বাজারে সবজির ব্যবসা করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইব্রাহিম সকালে নসিমনে সবজি নিয়ে বাহুবল থেকে দিগাম্বর বাজারে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক নসিমনটিকে পেছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আহত হন নসিমন চালক নূর আলী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম