নারীদের নির্বিঘ্নে সমুদ্র স্নান করার সুবিধার্থে কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য আলাদা সুইমিং জোন তৈরি করা হয়েছে। সম্প্রতি কয়েকটি ইভটিজিংয়ের ঘট্নার পর এমন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসক। যা আজ বৃহস্পতিবার থেকে নারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নেমে ডান পাশের হোটেল সিগাল বরাবর এই বিশেষ জোন তৈরি করা হয়েছে। জোনের দু’পাশে দুটি প্ল্যাকার্ড পুঁতে নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তার জন্য সৈকতের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি নারীদের জন্য মোতায়েন করা হয়েছে লাইফ গার্ডও।
এর ফলে এখন থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত পরিদর্শনে যাওয়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরা, ছোট সন্তান নিয়ে ঘুরতে আসা নারীরা, সিঙ্গেল মাদাররা স্বস্তিতে সমুদ্র স্নান করতে পারবে বলে মনে করছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে শুধু এই নির্ধারিত স্থানেই নারীদের স্নান করতে হবে এমনটা নয়। নারীরা সৈকতের যে কোনো স্থানেই স্নান কিংবা সাঁতার কাটতে পারবেন। তবে যে সব নারী নিরাপত্তাহীনতায় ভুগবেন, তারা ওই ওই জোনে নিশ্চিন্তে সাঁতার কাটতে পারবেন।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব