চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। গত দু'তিন দিন ধরে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভুত হচ্ছে। এ অবস্থায় জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ। শীতে নিম্ন আয়ের মানুষদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। বুধবারও চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা, ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈমুর হোসেন জানান, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় বেশি শীত অনুভূত হচ্ছে। ডিসেম্বরের শেষ দিক থেকে শীত জেঁকে বসতে শুরু করে। জানুয়ারির প্রথম থেকেই আরো বেশি শীত অনুভূত হতে থাকে। যা ক্রমের নিচের দিকে নামছে।
আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরে শীতের কারণে দুর্ভোগে নেমেছে জনজীবনে। বুধবার দেশের সর্বনিম্ম তাপমাত্রা হলেও বৃহস্পতিবার তাপমাত্রা আরো নেমে আসে। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি।
বিডি প্রতিদিন/এ মজুমদার