লাখো মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে যমুনার পাড়ে মনোরম পরিবেশে মতো আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার যোহরের নামাজ পড়ার পর আম-বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। যমুনার পাড়ে চায়না ক্রসবার-৩ বাঁধের দক্ষিণপাশে জেগে ওঠা বিশাল চরে অনুষ্ঠিত ইজতেমায় সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার ছাড়াও বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, নাটোর ও পাবনা জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।
এদিকে দ্বিতীয়বারের মতো সিরাজগঞ্জে অনুষ্ঠিত হওয়া এ ইজতেমায় মুসল্লিদের ঢল নেমেছে। গতবারের চেয়ে দিগুন পরিসরে ইজতেমার স্থল প্রস্তুত করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন জানান, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যুৎ বিভাগ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থাও রয়েছে ইজতেমা ময়দানে। এছাড়াও সরকারি-বেসরকারি একাধিক মেডিকেল টিম মুসুল্লিদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছে। চিকিৎসার পাশাপাশি ওষুধ সরবরাহও করা হচ্ছে।
তাবলিগ জামাতের সিরাজগঞ্জ জেলার আমির মাওলানা মো. আব্দুর রশিদ জানান, গত বছরের মুসল্লিদের সংখ্যাও এবার গতবারের চেয়ে অনেক বেশি হবে। এ কারণে আয়তনও করা হয়েছে দিগুন।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, মুসুল্লিদের সার্বিক নিরাপত্তায় ৫ শতাধিক পোশাকধারি ও সাদা পুলিশ দায়িত্ব পালন করছে। এছড়াও সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা ময়দান পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন