ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে দুপুরে সাতমাথায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।
সংগঠনের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রিয় সদস্য আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন, মনসুর রহমান মুন্নু, আসাদুর রহমান দুলু, শাহাদত আলম ঝুনু, জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, রুহুল মোমিন তারিক, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান সাহিন, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, মাফুজুল ইসলাম রাজ, আরিফুর রহমান আরিফ প্রমুখ। এর আগে সকালে বগুড়া শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন