শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের তিনদিন পর তাছলিমা আক্তার নামে একস্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের পাশের এলাকা থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, অবৈধভাবে ৫ম শ্রেণির অন্তঃসত্ত্বা এক ছাত্রীকে গর্ভপাত করাতে গেলে সে মারা যায়। পরে কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের পাশে লাশ গুম করার চেষ্টাকালে এক নারী স্বাস্থ্য কর্মীসহ দুই জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ধর্ষণ, হত্যা ও লাশ গুম করার অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার