ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধার মধ্য দিয়ে স্বারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।
রবিবার সকাল থেকে জেলা বিএনপি’র নেতাকর্মীরা কর্মসূচি পালনে জড়ো হয় জেলা প্রশাসক চত্বরে।
বেলা ১২টায় নেতাকর্মীরা স্বারকলিপি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের নির্দেশে জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান ও সাধারন সম্পাদকসহ তিন সদস্য বিশিষ্ট একটি টিমকে প্রবেশ করতে দিলে তারা জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নিকট স্বারকলিপি তুলে দেন।
এসময় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুনবী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয় জেলা প্রশাসন কার্যালয় চত্বর।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন