তথ্য প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ শুরু হয়েছে। আজ বিকেলে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। এর আগে, জেলা কালেক্টরেট মাঠ থেকে একটি র্যালি বের হয়।
জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকার, সিভিল সার্জন ডা.কাসেম আলী, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ।
মেলায় ৭০টি স্টলে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র তুলে ধরা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার