বিশ্বনাথে রুমন খান (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার সদর ইউনিয়নের জাহারগাঁও গ্রামের রহমত খানের ছেলে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পুকুর ঘাটের বৈঠকখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবার এটাকে পরিকল্পিত হত্যার দাবি করলেও পুলিশের ধারণা এটা আত্মহত্যা।
সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১টার দিকে পালিত ষাড়ের খাবার দিতে ঘর থেকে বের হন রুমন। অনেকটা সময় পার হবার পরও ঘরে না ফেরায় তাকে খুঁজতে বেরিয়ে পরিবারের লোকজন পুকুরের বৈঠকখানা লাগোয়া একটি গাছের সাথে তাকে
গলায় রশিবাঁধা অবস্থায় দেখতে পান।
রুমনের ভাই মামুন খান বলেন, গলায় রশিবাঁধা থাকলেও তার শরীরের সিংহভাগ অংশ বৈঠকখানার সিঁড়িতে পড়েছিল। আমরা গলার রশি কেটে তাকে রাতেই সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাই। রুমনকে পরিকল্পিতভাবে হত্যা
করা হয়েছে।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই মিজানুর রহমান বলেন, লাশের গলায় রশির দাগ ব্যতিত অন্য কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। আমাদের প্রাথমিক ধারণা সে আত্মহত্যা করেছে। তবে, পোস্টমর্টেম রিপোর্ট পাবার পর এটি হত্যা না আত্মহত্যা-সেটা জানা যাবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন