সাভারে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সদস্যরা। তার নাম মোস্তফা মিয়া, বয়স ২৩ বছর। শুক্রবার ভোরে সাভার পৌরসভার পশ্চিম রাজাশন মহল্লার আলামিনের রিকশা গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই গ্যারেজে অভিযান চালায় র্যাব। এসময় মোস্তফাকে আটক করে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। সকালে তাকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।
এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি নরসিংদীর পলাশ থানার বসন্তপুর গ্রামের সেলিম আলীর ছেলে।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ