নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাস এবং মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মোটরসাইকেলের আরোহী।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাস কাজী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটারসাইকেলের সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মোটারসাইকেলের তিন আরোহীর মৃত্যু ঘটে।
এ সময় গ্যাস চালিত বাসটির সিলিণ্ডারের বিস্ফোরণ ঘটলে বাসে আগুন ধরে যায়। পরে দ্রুত ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে। আগুন লাগার ঘটনার কেউ আহত হননি।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ