কুষ্টিয়ার একটি শিশু পার্কে বসে অশালীন কাজ করায় ১১ যুগলকে বৃহস্পতিবার ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৩২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়েছিল। পরে পার্ক চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক মো. জহির রায়হানের নির্দেশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, এবিএম আরিফুল ইসলাম, ফারিয়া সুলতানা ও এমএম মুহাইমিনুল আল জিহান।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা