বর্তমান সরকারের অধীনেই ডিসেম্বরে নির্বাচন হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে তাদেরই ক্ষতি হবে। শুক্রবার দুপুরে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে সারাদেশে সন্ত্রাস কায়েম করেছে, তারা আবার ক্ষমতায় এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ২০১৩ থেকে ’১৫ পর্যন্ত তারা আগুন সন্ত্রাস করেছে, নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবারও নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।
ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম