কুমিল্লায় মোবারক হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোবারক ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান রুবেল হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্ত করতে নিহতের মরদেহ শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে আসার পর মোবারক হোসেন (৬০) ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতেন। বিভিন্ন কারণে স্থানীয় কিছু লোকের সাথে তার বিরোধ চলছিল। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাসার বাইর থেকে দুর্বৃত্তরা তাকে ঘুম থেকে ডেকে তুলে। এ সময় তিনি দরজা খুলে বারান্দায় আসার সাথে সাথে দুর্বৃত্তরা মোবারককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান রুবেল জানান, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়, হত্যাকাণ্ডে মোটিভ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত করতে নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন