ঝিনাইদহে হাসান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আজম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত হাসান মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালে ৫১ বোতল ফেন্সিডিলসহ হাসানকে আটক করে পুলিশ। এ মামলায় স্বাক্ষ্য গ্রহণ ও শুনানির পর মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।
বিডিপ্রতিদিন/ ই জাহান