মধ্যপাড়া পাথর খনিতে মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত মার্চ মাসেই পাথর উৎপাদন ১ লক্ষ টন ছাড়িয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পথে জিটিসি এগিয়েছে।
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর ব্যবস্থাপনায় মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত মার্চ মাসে জিটিসি কর্তৃক খনি থেকে পাথর উৎপাদন ১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়েছে।
খনির সূত্র জানায়, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং পাথর উত্তোলন কাজে নিয়োজিত জিটিসি খনির নতুন স্টোপ নির্মাণ এবং উন্নয়নে অত্যাধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ স্থাপন করেছে। ফলশ্রুতিতে পাথর উৎপাদন দিন দিন বেড়েই চলেছে। জিটিসি বিদেশী এবং দেশী খনি প্রকৌশলী এবং তাদের প্রশিক্ষিত খনি শ্রমিকরা তিন শিফটে দিন-রাতে কাজ করে লক্ষ্যমাত্রা অর্জনের পথে চলেছে।
এতে করে খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) পাথর বিক্রি করে লাভের মুখ দেখবে এবং অচিরেই খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে- এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
জিটিসি’র মহাব্যবস্থাপক জাবেদ সিদ্দিকী গত মার্চ মাসে জিটিসি কর্তৃক খনি থেকে পাথর উৎপাদন ১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়েছে বলে স্বীকার করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ মধ্যপাড়া পাথর খনি থেকে মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রায় জিটিসি কর্তৃক নির্মিত ৯নং স্টোপ হতে পাথর উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার