বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশে গণতন্ত্র পূনঃরুদ্ধার ও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী বিএনপি। আজ সকালে নোয়াখালী বার লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কে পৌঁছালে পুলিশী বাধার মুখে তা থেমে যায়। পরে বিক্ষোভকারীরা ওই স্থানে প্রতিবাদ সমাবেশ করে।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক টপির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলমগীর আলো। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন।
বক্তারা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে 'বাকশালী ষড়যন্ত্র'র প্রতিবাদ ও গণতান্ত্রিকভাবে রাজনীতিক কর্মসূচি পালনে পুলিশী হস্তক্ষেপেরও তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৮/ফারজানা