কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চকরিয়া পৌরশহরের চিরিংগা স্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযানে হোটেল ও রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও মুদির দোকানে মূল্য তালিকা না টানানোর অভিযোগ এ জরিমানা আদায় করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/ ই জাহান