নাটোরের লালপুরে টেকসই মাটি ব্যবস্থপনা অংশ কৃষি উন্নয়ন প্রকল্প কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার ওয়ালিয়া ইউপির ৪ নং ওয়ার্ডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আই এফ ডি সি’র) সহযোগিতা ও বাস্তবায়নে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার হাবিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই এফ ডি সি’র মৃত্তিকা বিজ্ঞানী ডা. মাইনুল আহসান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আই এফ ডি সি’র এস এস এম সি প্রজেক্টের মাঠ সমন্বয়কারী নাজমুল হক, সৈয়দ আরশাদ হোসেন, ওয়ালিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, ফুলবাড়ি উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে স্থানীয় প্রায় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। পরে উন্নত ফসল উৎপাদনের লক্ষে ৩০ জন কৃষক-কৃষাণীকে টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার