বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া-ভীমেরপাড় সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে খালের ভেতর নির্মানাধীন পাকা ভবনের কাজ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত বছর বিএডিসির অর্থায়নে উপজেলার মাহিলাড়া-ভীমেরপাড় পর্যন্ত এক কিলোমিটার মরা খাল পুনখনন করা হয়। ওই খালের ওপর নির্ভরশীল মাহিলাড়া ও ভীমের পাড় এলাকার সহস্রাধিক কৃষক। খাল খননের এক বছর না যেতেই গত এক সপ্তাহ পূর্বে মাহিলাড়া গ্রামের আলমগীর বয়াতী ও বাঘার গ্রামের বাবুল আকন খালের একাংশ অবৈধ ভাবে দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে গত সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। তার (মিজানুর রহমান) প্রতিবেদনের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার