ভিন্ন সেটে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়ায় মাদারীপুরের কালকিনিতে কেন্দ্র সচিবসহ ৪ জনকে 'কারণ দর্শানো' নোটিশ দিয়েছে জেলা প্রশাসক। সেই সাথে দায়িত্ব অবহেলার জন্যে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ সন্ধ্যায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
মাদারীপুর জেলা প্রশাসক জানান, সোমবার সারাদেশে এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 'খ' সেটে হলেও মাদারীপুরের কালকিনি উপজেলার ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী 'ক' সেটে পরীক্ষা দেয়। বিষয়টি ফাঁস হয়ে গেলে উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শুরু হয়েছে চরম সমালোচনার ঝড়। এই কারণে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেখানে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা তানজিল মুমুকে আগামীতে সকল পরীক্ষার দায়িত্ব দেয়া হয়। সেই সাথে এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিন কেন্দ্র সচিবকে ৭ দিনের মধ্যে 'কারণ দর্শানোর' জন্য বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার