ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার বিকেলে আলিম শাহা (৩৫) নামের এক আলমসাধু (স্থানীয় যানবাহন) চালকের মৃত্যু হয়েছে।
নিহত আলমসাধু চালক আলিম শাহ গাড়াগঞ্জ কুলুপাড়া গ্রামের সদর শাহ-এর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বেনাপোলগামী হিমেল-সীমান্ত পরিবহন মহাসড়কের ভাটই-আসাননগর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুকে মুখোমুখি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় আলমসাধু চালক আলিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিপ্রতিদিন/ ই জাহান