সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে বিজিবির গুলিতে আহত নজরুল ইসলাম নিহত হয়েছেন। আজ সন্ধ্যায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নজরুল কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আবদুর রকিবের ছেলে। এর আগে সোমবার ভোর রাতে বিজিবির গুলিতে সে আহত হয়। পরে তাকে গোপনে খুলনায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
কলারোয়ার কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির লোকজন নিহতের মরদেহ আনতে খুলনায় গেছেন।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার সামসুল আলম জানান, সোমবার ভোর রাতে ৮-১০ জনের একদল চোরাচালানি ভারতীয় শাড়ি নিয়ে সীমান্ত পেরিয়ে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। বিজিবির টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির ওপর পাল্টা আক্রমণ করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় বিজিবি সদস্যরা এক রাউন্ড পাল্টা গুলি ছুড়ে তাদের প্রতিহত করে। এসময় চোরাচালানিরা দুই গাইট ভারতীয় শাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তের চিহ্ন ছিল বলে জানান তিনি। তবে কেউ গুলিবিদ্ধ ছিল কী-তা, তিনি তা জানতেন না।
বিডি প্রতিদিন/এ মজুমদার