ফেনীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ায় জসিম উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর নেয়ামত গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন।
ফেনী সদর হাসপাতাল এলাকায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ তথ্য নিশ্চিত করেছেন।