টাঙ্গাইলে চলতি এইচএসসি পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ঠেকাতে জিরো টলারেন্স ঘোষণা করেছে র্যাব। পরীক্ষার কেন্দ্রগুলোতে নিয়মিত পরিদর্শনসহ শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করছেন টাঙ্গাইলের র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ রবিউল ইসলাম।
তিনি বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের ১৩টি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন। এসময় পরীক্ষার হলের বাইরে অপেক্ষারত অভিভাবকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় করেন। এসময় তিনি বিভিন্ন কেন্দ্র প্রধান ও শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন।
র্যাব কমান্ডার জানান, কোন অভিভাবক প্রশ্নফাঁসে ছেলে মেয়েদের আগ্রহ দেখাবেন না। কোথাও কোন প্রকার প্রশ্নপত্র ফাঁসের খবর পেলে তাৎক্ষণিক র্যাবকে জানাবেন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুজ্জামান, ইসলাম বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল র্যাবের উপ-সহকারী পরিচালক মো. আকরাম হোসেন ও আব্দুর রশিদ প্রমুখ।
বিষয়টি টাঙ্গাইলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এবং নকলমুক্ত পরিবেশে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৮/ফারজানা