বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সরাসরি বা আকার ইঙ্গিতেও যদি দলের কোনো নেতাকর্মী নৌকার বিরুদ্ধাচারণ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
তিনি বলেন, “খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ বিজয়ী হলে ওইদিনই বিএনপির কবর রচিত হবে। তাই নৌকাকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।”
আজ দুপুরে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজামান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন