নিখোঁজের ৭ দিন পর দিনাজপুরের বীরগঞ্জে ভূট্টা ক্ষেত থেকে মো. মজিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. মজিবর রহমান (৬৫) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের পুর্ব দাড়িয়াপুর গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে। আজ বীরগঞ্জের পূর্ব দাড়িয়াপুর তার নিজ বাড়ি হতে ৪ শত গজ দূরে মালীপাড়া নামক এলাকায় ভূট্টা খেতে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে সকালেই বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন, নিজপাড়া ইউনিয়ন পরিষদ মো. আব্দুল খালেক সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃত মজিবর রহমানের ছেলে মো. আজিবুল সাংবাদিকদের জানান, কয়েক মাস ধরে তার বাবা অসুস্থ্য ছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ হওয়ায় গত ১৫এপ্রিল সকাল ৯টায় একাই বাড়ীর পাশে চৌধুরী হাট বাজারে যায়। এরপর আর বাড়ী ফিরেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে না পাওয়ায় গত ১৯ এপ্রিল বীরগঞ্জ থানায় সাধারণ ডাইরি করেন। ২২এপ্রিল এলাকাবাসী বাড়ী হতে ৪শত গজ দুরে মালীপাড়া নামক এলাকায় ভূট্টা খেতে অর্ধ গলিত মৃতদেহ দেখতে পেলে পরিবারের লোকজনকে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন তারা।
বীরগঞ্জ থানার এসআই মো. লুৎফর রহমান জানান, মৃতের শরীরে পচন ধরার কারণে ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনেই তার মৃত্যু হতে পারে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মহছেউল গণি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন দাবি করেছেন তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। মৃতের চিকিৎসা সেবাপত্র দেখার পর পরিবার কোন দাবি না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতের ছেলে মো. আজিবুল নিখোঁজ হওয়ার বিষয়ে গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার