আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে ছোটবাজারস্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম।এ সময় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মোক্তারপাড়া পাবলিক হলে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
র্যালিতে স্ব স্ব ব্যানারে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। পরে আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারিবৃন্দ অংশ গ্রহন করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর