চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তেলপাম্পের কাছ থেকে ৮১৫ গ্রাম সোনার বারসহ ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ তাকে আটক করা হয়। আটককৃত সোনার মূল্য ৩৫ লাখ টাকা। আটক ইদ্রিস আলী যশোরের বেনাপোল বন্দর থানার খলসি গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোররাতে লোকনাথপুর তেলপাম্প এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন ইদ্রিস আলীকে আটক করে দেহ তল্লাশি করে ৭টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটককৃত ইদ্রিস আলীকে মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২ জুলাই ২০১৮/ ওয়াসিফ