ঈশ্বরদী সরকারি কলেজ অধ্যক্ষসহ সারাদেশে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আজ মাগুরায় কালোব্যাজ ধারণসহ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস শিক্ষক সমিতি জেলা ইউনিট।
সকালে মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মাগুরা সকরারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সরকারি মহিলা কলেজের শিক্ষকরা অংশ নেন।
বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, ডক্টর আহসান হাবীব, আবু সাইদ মোল্যা, সৈয়দ নিয়ামুল হক, দিদার আলী জোয়ার্দার প্রমুখ।
কর্মসূচি চলাকালে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান সেখানে এসে তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।
বক্তারা কর্মস্থলে নিরাপত্তাসহ শিক্ষকদের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার