দেশব্যাপী বিসিএস শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলায় নিহত ও আহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ দুপুরে নোয়াখালীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। নোয়াখালী সরকারি মহিলা কলেজ সড়কে এ মানক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিসিএস শিক্ষা সমিতির নেতারা জানান, সম্প্রতি উচ্চমাধ্যমিক ভর্তি প্রক্রিয়ায় অবৈধভাবে ভর্তির সুযোগ না পাওয়ায় ছাত্র নামধারী সন্ত্রাসীরা ইশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ, ও উপাধ্যক্ষসহ দেশব্যাপী শিক্ষা ক্যাডারদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এর আগে শিক্ষক হারুন ও সাজিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কোন বিচার হয়নি। এ হামলা ও হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির পাশাপাশি সারাদেশের শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিরাপত্তার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সভাপতি আই কে সেলিম উল্যাহ খোন্দকার, মহাসচিব মো: শাহেদুল খবির চৌধুরী ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবিরসহ প্রমুখ। নোয়াখলী জেলার সকল সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার