নওগাঁয় কর্মস্থলে নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। আজ বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের মূল ফোটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন শিক্ষকরা।
নওগাঁ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ারের নেতৃত্বে মানববন্ধনে নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহা, প্রফেসর ড. বেল্লাল হোসেন, জালাল উদ্দিন প্রামাণিক, এসএম মোজাফ্ফর হোসেন, রবিউল আউয়াল বক্তব্য রাখেন।
শিক্ষকদের উপর বর্বর নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, একের পর এক এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। কর্মস্থলকে শতভাগ নিরাপদ করতে না পারলে শিক্ষক তথা দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এজন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ নিরাপদ রাখতে সরকারের প্রতি আহবান জানান বক্তরা। এ সময় বুকে কালোব্যাচ ধারণ করেন মানববন্ধনকারী শিক্ষকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার