অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে নেত্রকোনা সড়ক বিভাগ। জেলার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অভিযানে সড়কের দুই পার্শে প্রায় কয়েকশত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
রবিবার দুপুর থেকে এ অভিযান শুরু হয়, এখনো চলছে। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সড়ক ও জনপদ বিভাগের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টিএম কামরুল ইসলাম তালুকদার।এছাড়াও নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত রয়েছেন। অভিযান দেখতে অবৈধ দোকান মালিকসহ হাজারও জনতা মহাসড়কে ভীড় জমায়। সেই সাথে অবৈধ উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।
অভিযানের ব্যাপারে উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টিএম কামরুল ইসলাম তালুকদার জানান, সারাদেশ ব্যাপী মহাসড়কের উন্নয়ন কাজ চলছে। দখলদারদের নোটিশ প্রদান করা হলেও তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাই মহাসড়ক নির্মাণের কাজ পরিচালনা করতেই নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বিভিন্ন এলাকার অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, যতদিন পর্যন্ত সড়কের পার্শ্বের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে ততদিন পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা