পরীক্ষার ফিস চাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দায় প্রতিপক্ষের আঘাতে প্রধান শিক্ষক নিহতের অভিযোগ উঠেছে। নিহতের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ দুপুরে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সীমান্তবর্তী কলমাকান্দায় বিক্ষোভ মিছিল করে। পরে নিহতের ভাই বাদী হয়ে ছাত্রের বাবা চানমিয়াসহ অজ্ঞাত ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মারুফের কাছে পরীক্ষার ৩শ টাকা ফি চাইলে পরীক্ষার্থী মারুফ স্কুল থকে বেড়িয়ে যায়। পরে মারুফের স্বজনরা স্কুলে এসে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালকে গালিগালাজ করে। তর্কবিতর্কের এক পর্যায়ে শিক্ষক দুলালকে মারধর করে বলে অভিযোগ করেন স্বজনরা।
পরে তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ময়মনসিংহ হাসপাতাল রেফার্ড করেন। পরবর্তীতে ময়মনসিংহে নিয়ে গেলে রাতে মারা যান আহত প্রধান শিক্ষক। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষর্থীসহ এলাকাবাসী আজ সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে কলমাকান্দা থানা ঘেড়াও করে।
এ সময় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণের পর দুপুরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কলমাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের ভাই আলাল উদ্দিন খান বাদী হয়ে ছাত্র মারুফের পিতা চাঁন মিয়াসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থিত দাবি জানায় জেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর হায়দার ফকির ও সম্পাদক আজহারুর ইসলাম তুহিনসহ স্বজনেরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার