নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে স্বামীর সঙ্গে সন্তান নেয়া না নেয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জন্মবিরতিকরণ পিল খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার (২০) ভোলা জেলার সোনাপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। তার স্বামী ইউসুফ (২২) পটুয়াখালী জেলার ছোট বিঘা এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। তারা সিদ্ধিরগঞ্জের আইলপাড়া সুমিলপাড়া এলাকার খলিল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল জানান, স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চা নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রাগ করে ৯টি জন্ম বিরতিকরণ পিল খেয়ে ফেলেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে শহরের খানপুর হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ইউসুফকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান