সিরাজগঞ্জের শাহজাদপুরে ভুলবায়রা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে নিহত জাহাঙ্গীর আলম হত্যকারীদের গ্রেফতার দাবি জানিয়েছেন মা-বাবাসহ স্বজনরা। স্বজনদের অভিযোগে, হত্যার দেড় বছর পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। এমনকি আসামিদের অবস্থান সম্পর্কে জানানোর পরই গ্রেফতার না করে পুলিশ নানা তালবাহানা করছে।
নিহত জাহাঙ্গীরের ছোট ভাই সোহেল রানা জানান, গত বছরের ২০ মার্চ তারিখে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভুলবায়রা গ্রামের আলী জিন্নাহ, সিদ্দিক মোল্লা, মাজেদ আলী, ময়দান আলী, সকির উদ্দিনসহ ১৫-২০জন আমার বাবা আফছার আলীকে মারপিট করে। ঘটনার পর বাবাকে বেড়া স্বাস্থ্যকমপ্লেক্ষে ভর্তি করার পর ২০ মার্চ শাহজাদপুর কোর্টে মামলা করতে যাই। কিন্তু বিকেল হওয়ায় মামলা করতে না পেরে আমরা তিন ভাই জাহাঙ্গীর আলম ও জুয়েল বাড়ীতে ফিরে আসি। কিন্তু বাড়ীতে যেতে হলে আলী জিন্নাহদের বাড়ীর উপর দিয়ে যেতে হয়। আমরা তিনভাই আলী জিন্নাহদের বাড়ী কাছে যাবার সাথে সাথেই আলী জিন্নাহ, সিদ্দিক মোল্লা, মাজেদ আলী, ময়দান আলী, সকির, আলামিন, আক্কাছ ও আবুল কাশেমসহ ১৭-১৮জন আমাদের তিনভাইয়ের উপর হামলা চালায়। এক পর্যায়ে আলী জিন্নাহ আমার ভাইয়ের বুকে ফলা দিয়ে আঘাত করে। গুরুত্বর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ভাই জাহাঙ্গীর মারা যায়। এ ঘটনায় শাহজাদপুর থানায় আলী জিন্নাহসহ ১৮জনকে নামে মামলা দায়ের করা হয়। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়। কিন্তু প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও সিআইডি পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি। এমনকি মামলার প্রধান আসামীসহ অন্যান্য উপস্থিতি বিষয়টি সিআইডি পুলিশকে জানালেও গ্রেফতার নানা তালবাহান করায় মামলার সুষ্ঠ বিচার নিয়ে সংশয়ে রয়েছে। এ অবস্থায় নিহত জাহাঙ্গীর মা-বাবা ও স্বজনরা অবিলম্বে আসামীদের গ্রেফতারপূর্বক বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি অফিসার মোকদ্দেম আলী জানান, দু'জন আসামি আদালতে আত্মসমর্পন করেছে। তাদেরকে রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়েছে।অভিযোগের বিষয়ে বলেন, মামলায় গ্রাউন্ডবিহীন এবং মহিলা আসামীদের গ্রেফতারের জন্য তথ্য দিয়েছিল। যে কারণে তাদেরকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযান হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার