শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন করেছে নেত্রকোনা সরকারি কলেজ ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। কলেজ ক্যাম্পাসে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কলেজ অধ্যক্ষ মোঃ আবুল কালাম আযাদ ও সম্পাদক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।
বক্তারা বলেন, একাদশ শ্রেণির চলমান ভর্তি প্রক্রিয়ায় অবৈধ সুযোগ না পেয়ে ছাত্র নামধারী সন্ত্রাসীরা ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে। বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার