টাঙ্গাইলের দরিদ্র অসহায় পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজসেবার আয়োজনে দরিদ্র অসহায় পঙ্গুদের হাতে একটি করে হুইল চেয়ার দেয়া হয়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইল-৫ সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুল হামিদ, উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত জাহান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম